অবশেষে নিউজিল্যান্ডের ভিসা পেয়েছেন ফিক্সিংয়ের অভিযোগে নিষেধাজ্ঞা থেকে ফেরা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ফলে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যেতে আমিরের আর কোনও বাধা থাকল না।
এর আগে নিউজিল্যান্ডের দূতাবাস স্পট-ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় আমিরের বিবৃতি, আইসিসির বিবৃতি, কারা কর্তৃপক্ষ ও কোর্টের বিবৃতি এবং আমিরের অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য পিসিবিকে নির্দেশ দিয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর পর্যালোচনা করে দেশটির দূতাবাস আমিরের ভিসা অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কন্ডিশনিং ক্যাম্পে ডাক পেয়েছিলেন আমির। ঘরোয়া ক্রিকেট-বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার পর তিনি জাতীয় দলে ডাক পান।
এর আগে নিউজিল্যান্ডের দূতাবাস স্পট-ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় আমিরের বিবৃতি, আইসিসির বিবৃতি, কারা কর্তৃপক্ষ ও কোর্টের বিবৃতি এবং আমিরের অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য পিসিবিকে নির্দেশ দিয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর পর্যালোচনা করে দেশটির দূতাবাস আমিরের ভিসা অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কন্ডিশনিং ক্যাম্পে ডাক পেয়েছিলেন আমির। ঘরোয়া ক্রিকেট-বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার পর তিনি জাতীয় দলে ডাক পান।
তবে শঙ্কা ছিল নিউজিল্যান্ডের ভিসা পাওয়া নিয়ে। কেননা দেশটি সাজাপ্রাপ্ত অপরাধীদের জন্য ভিসার ব্যাপারে কঠোর পন্থা অবলম্বন করে। অবশেষে ভিসাও পেলেন আমির।
বাংলা ট্রিবিউনে রিপোর্ট
0 comments:
Post a Comment