Desh Bangla 24: শেষ অবধি ধুলোয় মিশতে যাচ্ছে কাটার মুস্তাফিজের স্বপ্ন !
,                              সদ্য সংবাদ:

Thursday, January 7, 2016

শেষ অবধি ধুলোয় মিশতে যাচ্ছে কাটার মুস্তাফিজের স্বপ্ন !


স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের চার ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছেন। সুযোগ পাওয়া এই চার ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান এবং মুশফিকুর রহিম। তবে এরই মধ্যে সবচেয়ে কম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজ।

গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। তারপর থেকে বাংলাদেশের এই কাটার মাস্টারের দিনগুলো কাটছে স্বপ্নের মতো। কিছুদিন আগে শেষ হওয়া বিপিএলে বল হাতে খুবই ভালো পারফর্ম করেছেন।
সেই ধারবাহিকতায় প্রথমবারের মতো বিদেশি কোনো ক্রিকেট লিগে খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। আর এই সুযোগ পেয়ে দারুন উচ্ছসিত ছিলেন বাঁহাতি এই মিডিয়াম পেসার। পিএসএলে খেলার সুযোগ পেলে বল হাতে আলো ছড়াতে চেয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন  মুস্তাফিজ।
তবে মুস্তাফিজের সেই স্বপ্নে এখন অনেকটাই ধুলো জমে আশাহত হলেন এই তিনি ।
স্লোয়ার কাটারে ক্রিকেট বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যানকে বোকা বানানো মুস্তাফিজকে পিএসএলে খেলার অনুমতি নাও দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই  সম্ভাবনাই এখন অনেক বেশি।
তবে আগামী কয়েক মাসের টানা ক্রিকেট সূচির কারণেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। আর এমন সিদ্ধান্তের জন্য অবশ্য ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত বিসিবি।
পিএসএলে খেলতে না পারলে বিসিবির কাছ থেকে ক্ষতিপূরণ পাবেন বাঁহাতি এই পেসার। মূলত অদূর ভবিষ্যতে মুস্তাফিজ যাতে বড় ধরনের কোন বিপদে না পড়ে তাই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি! ফেব্রুয়ারিতে বাংলাদেশে বসবে এশিয়া কাপের আসর। এশিয়া কাপ শেষেই টি- টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত চলে যাবে মাশরাফিবাহিনী। পিএসএলও শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। পিএসএলে খেললে গোটা ফেব্রুয়ারি-মার্চ টানা খেলার মধ্যেই থাকতে হবে মুস্তাফিজকে।
ধকলটা অনেক বেশিই হবে তার জন্য। সব বিবেচনায় তাই মুস্তাফিজের পিএসএলে খেলা নিয়ে গভীরভাবে ভাবছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কথাতেও এ বিষয়টি সম্পর্কে কিছুটা ধারণা মিলছে, ‘চিকিৎসক, ফিজিওদের পরামর্শ নেব মুস্তাফিজকে ছাড়পত্র দেয়ার আগে। সে আমাদের সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার। তাই আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। তার বয়স এবং সে এই ভার নিতে সক্ষম কিনা অবশ্যই দেখতে হবে। কারণ পিএসএলের পরও অনেক টি- টোয়েন্টি লিগ আসছে।’
প্রসঙ্গত, মাত্র ৬টি একদিনের ম্যাচ খেলেই আইসিসি’র ওয়ানডে দলের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজ। কিন্তু কিছুদিন আগে শেষে হওয়া বিপিএল উইকেট প্রাপ্তির দিক থেকে কিছুটা হতাশ হলেও পিএসএলকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন  তিনি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পাওয়া প্রসঙ্গে এর আগে উচ্ছ্বসিত  মুস্তাফিজ বলেন, ‘ওখানে সুযোগ পেয়ে সত্যিই আমি শিহরিত। বলতে পারেন রোমাঞ্চিতও। ওখানে খেলবো ভেবে খুবই ভাল লাগছে। বিদেশের মাটিতে আমার প্রথম সুযোগ, সেটা আমি ভালোভাবে কাজে লাগাতে চাই। তাই আমি এটাকে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।’

0 comments:

Post a Comment

জনপ্রিয় পোস্টসমূহ