Desh Bangla 24
,                              সদ্য সংবাদ:

Sunday, January 10, 2016

শাকিব-পরীর 'ধূমকেতু' ও একটি আলোচিত চুমু

খবরের বাকি অংশ

Saturday, January 9, 2016

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলেসহ নিহত ৭ ভিডিওসহ দেখুন

বঙ্গবন্ধু সেতুর টাঙ্গাইল অংশে আজ শনিবার সকালে পরপর কয়েকটি দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলেও রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটে। সেতুর একটি লেন দিয়ে এখন গাড়ি চলছে।
দুর্ঘটনায় হতাহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন, ভূমিমন্ত্রীর ছেলে রানা শরীফ। বাকিদের পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বলেন, সেতুর উত্তর লেনে ৪০ নম্বর পিলারের ওপর গরুবাহী ট্রাকের পেছনে পাবনা থেকে ঢাকাগামী সরকার পরিবহনের যাত্রীবাহী একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ১২ জন আহত হন। এরপরই ১০ থেকে ১৫টি গাড়ি ওই জায়গায় এসে একটি আরেকটির সঙ্গে ধাক্কা খায়। এই গাড়িগুলোর মধ্যে একটি অ্যাম্বুলেন্সে ছিলেন ভূমিমন্ত্রীর ছেলে রানা শরীফ (৩৯)। তিনি চিকিৎ​সার জন্য পাবনা থেকে ঢাকায় যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সে পেছন থেকে আসা গাড়ির ধাক্কায় রানা শ​রীফ অসুস্থ হয়ে পড়েন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎ​সক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ স্বজনেরা পাবনায় নিয়ে গেছেন। ওই দুর্ঘটনায় বিভিন্ন যানবাহনের চার থেকে পাঁচজন যাত্রী আহত হন।
এদিকে সিরাজগঞ্জ থেকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের চার সদস্য আহত হন। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মাছরাঙা ও সময় টেলিভিশনের দুই সাংবাদিক আহত হন। তাঁরা হলেন মাছরাঙা টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান ও সময় টিভির প্রতিনিধি রিংকু কণ্ডু।
আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তিদের লাশ সেতুর পূর্ব থানায় রয়েছে। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
আখেরুজ্জামান বলেন, একই সময় সেতুর দক্ষিণ লেনে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী দুটি ট্রাকের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি। এরপর সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণ লেনে সেতুর ৩০ নম্বর পিলারের ওপর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের বাসকে পেছন থেকে আসা দুটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সহকারী (অজ্ঞাত) ছিটকে পড়ে চাকায় চাপা পড়ে নিহত হন। আহত হন দুজন। হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
আখেরুজ্জামান আরও বলেন, দুর্ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও সেতু কর্তৃপক্ষÿযৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। সকাল সাড়ে ছয়টায় উত্তর লেনে দুর্ঘটনার পর সাড়ে আটটা পর্যন্ত দুই ঘণ্টা সেতুতে যান চলাচল বন্ধ ছিল। সাড়ে আটটার পর এক লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। পৌনে ১০টার দিকে আবার দুর্ঘটনার পর এক ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পৌনে ১১টার দিকে সেতুর এক লেন দিয়ে যান চলাচল শুরু হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত বাসের সহকারীর লাশ থানায় রাখা হয়েছে। এখন উত্তরবঙ্গগামী একটি লেন দিয়ে যানবাহন চলাচল করছে।
আরও  পড়ুন..

খবরের বাকি অংশ

Friday, January 8, 2016

আপু ওর জন্য ধর্ম ত্যাগ করেছি আর ওর বন্ধুরা মিলে আমাকে

বিচিত্র মানুষের জীবন আর এই বিচিত্র জীবনের বহু বাক, জীবন আছে বলেই সমস্যা আছে। এই সব সমস্যার সমাধান ও আছে। কিছু কিছু সময় এই সব সমস্যা প্রকট আকার ধারণ করে, মানুষের দ্বারা কিছু সমস্যা মাঝে মাঝে জীবনকে দুর্বিষহ করে তোলে। এই সব ঝামেলা মোকাবেলা করে জীবনকে এগিয়ে নিতে হবে। আমি সোমা কামাল সবাইকে সবসময় এটাই বলে থাকি, জীবন আপনার এটাকে গুছিয়ে নেবার দ্বায়িত্ব আপনারই।  দীর্ঘ সময় থেকে আপনাদের বিভিন্ন সমস্যার কথা শুনে আমরা পরামর্শ দেবার চেস্টা করছি, আশা করছি এই ধারা অব্যাহত থাকবে, আপনিও চাইলে আপনার যেকোন সমস্যার কথা আমাদেরকে মেইল করতে পারেন কিংবা ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারেন,  নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী জানিয়েছেন তার জীবনের করুন কথা, আমরা সংক্ষেপে সেটা প্রকাশ করলাম।
লীরা (ছদ্মনাম): আপু আমার আর বাচার কোন ইচ্ছে নেই, আমার জীবনের সবই তো শেষ। আমি হিন্দু মেয়ে বাড়ি বরিশালের বাকেরগঞ্জ। আমার ফ্যামিলি মোটামুটি সচ্ছল, আমি ক্লাস টেনে থাকাকালীন এক মুসলমান ছেলের সাথে রং নাম্বারের সুত্র ধরে পরিচয় তারপর প্রেম হয়।  ছেলেটির নাম শাওন ঢাকায় থাকে। আমাদের সম্পর্ক খুব ভালই চলছিল। দিনের বেশিরভাগ সময়ই আমরা ফোনে কথা বলতাম। অনার্সে ভর্তি হবার পরপরই আমার বিয়ে ঠিক হয়। আমি শাওনের সাথে কথা বলে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় চলে আসি। ইসলাম ধর্ম গ্রহন করি। তারপর আমাদের বিয়ে হয়। ও আমাকে যাত্রাবাড়ী এক বাসায় রাখে। বলেছিল কিছুদিন পর আমাকে বাড়িতে নিবে। সেভাবেই চলছিলো। হঠাৎ জানতে পারলাম সে বিবাহিত। তবুও আমি মেনে নিয়েছিলাম। কারন আমার পিছু ফেরার কোন উপায় নাই। মাসখানেক পর একটা বাচ্চা সহ ওর বউ এসে হাজির হয় আমার বাসায়। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। শাসিয়ে যায় শাওন কে তালাক দেবার জন্য। এই নিয়ে শাওনের সাথে আমার অনেক ঝগড়া হয়। শাওনকে বলতেই সে আমাকে মারধোর করে। শাওনের প্রথম পক্ষের স্ত্রীর বড় ভাই পুলিশ অফিসার। সে ও আমায় ফোনে হুমকি দিতে থাকে। একদিন ওই মহিলা তার বন্ধুদের নিয়ে আবার আমার বাসায় এসে আমাকে মারধর করে। অবশেষে শাওন আমাকে এক লাখ টাকা দিয়ে তালাক দিয়ে দেয়।  আপু, যাকে আমি জীবনের চেয়ে বেশি ভালবাসলাম, যার জন্য ধর্ম ত্যাগ করলাম সেই আমার সাথে এমন করলো। এই শহরে আমি নতুন। আমি এখন কোথায় যাব। আমার কি এখন আত্মহত্যা ছাড়া কোন পথ নেই। আপু আমার কি ভুল ছিল আপনি বলতে পারেন? 
*পরামর্শ*
তোমার সাথে যা ঘটেছে সেটা নিতান্তই অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, যেহেতু তুমি ধর্ম ত্যাগ করেছো সেহেতু তোমার বাড়িতে তোমাকে ফিরিয়ে নিতে চাইবেনা। এই মুহুর্তে আমি তোমাকে কি বলে সান্তনা দিব বুঝতে পারছিনা। আমি পাঠকদের কাছে তোমার প্রশ্নটি ছুড়ে দিলাম। দেখি তারা কি উপদেশ দেয়।
বি: দ্র: আমরা শুধুমাত্র মানুষিক শক্তির জন্য পরামর্শ দিয়ে থাকি। আইনগত সহযোগীতার জন্য অবশ্যই বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আদালত আছে। সমস্যা অতি গুরুতর হলে সেখানে গেলে আপনি অবশ্যই আইনি সহায়তা পারেন।

খবরের বাকি অংশ

চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করেছেন ৪৫বছরের শিক্ষক

রংপুরের বদরগঞ্জ উপজেলার দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর বাদশাহ (৪৫) একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ফুসলিয়ে বিয়ে করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৬৩ শতাংশ জমি ওই শিশুর নামে লিখে দিয়ে তিনি ওই বিয়ে করেছেন।
বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর সরকারপাড়া গ্রামের জাহাঙ্গীর বাদশাহ সহকারী শিক্ষক হিসেবে ২০০০ সালে ওই বিদ্যালয়ে যোগদান করেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। এক মেয়ে পঞ্চম শ্রেণিতে ও আরেক মেয়ে শিশু শ্রেণিতে পড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, ২০১২ সালে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে বিয়ে করেন তিনি। এ জন্য তিনি মেয়েসহ তার মা-বাবাকে নানা প্রলোভন দেখান। কিন্তু বিয়ের ঘটনাটি এত দিন প্রতিবেশী কিংবা এলাকার কেউ জানতেন না।
মেয়েটির ভ্যানচালক বাবা এ প্রতিবেদককে বলেন, ‘বাবা মুই গিরব মানুষ। ওর অনেক ধন। পোরতোম মুই বেটিক বিয়াও দিবার চাও নাই। কিন্তু অয় বেটির পাচ ছাড়ে না। বেটির নামে ৬৩ শতক জমি লেকি দিয়া কোটোত জায়া চুপ করি বিয়াও করচে। এই কথা কাকো জানবার দেয় নাই।’
এলাকাবাসী জানান, সম্প্রতি মেয়ের বাড়িতে জাহাঙ্গীরের অবাধ যাতায়াত ও মেয়েটিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করায় প্রতিবেশীদের সন্দেহ হয়। অবশেষে গত মঙ্গলবার মেয়ের বাবা বিয়ের কথা প্রতিবেশীদের কাছে স্বীকার করেন।
জানতে চাইলে শিক্ষক জাহাঙ্গীর বাদশাহ ওই ছাত্রীকে বিয়ে করার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘ভাই যা হওয়ার হয়েছে। দয়া করে পত্রিকায় এটা লিখবেন না। আমার চাকরির ক্ষতি হবে।’
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মেয়েটির ক্লাসে রোল ছিল এক। তবে বিয়ের পর সে আর পরীক্ষা দিতে পারেনি। বিয়ে সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘সম্প্রতি জানতে পেরেছি মেয়েটিকে বিয়ে করেছেন জাহাঙ্গীর। কিন্তু অভিযোগ না থাকায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি।’
ওই বিয়ে নিবন্ধন করেছেন কালুপাড়া ইউনিয়নের নিকাহনিবন্ধক নজরুল ইসলাম। জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অনেক আগের, এই মুহূর্তে মনে পড়ছে না, খাতা দেখতে হবে।’
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহেদুল হক বলেন, ‘একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে হস্তক্ষেপ করা ঠিক নয়। তিনি একটি কেন, সাতটি বিয়ে করতে পারেন।’
তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর বয়স ১০ বছর। কোনোভাবেই এ বয়সে ছাত্রীর বিয়ে হতে পারে না। তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘ঘটনাটি জানার পরেই তদন্ত করতে শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি। প্রতিবেদন হাতে পেলে অভিযুক্ত শিক্ষক ও যাঁরা ওই বিয়ে পড়ানোর সাথে জড়িত তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

খবরের বাকি অংশ

একবার মাখলেই বয়স কমবে ১০ বছর!

মুখে বলিরেখা ও কুঁচকানো ভাব কেউই পছন্দ করে না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবারই মুখে ভাঁজ পড়ে। কারোর বয়স হয়েছে এটা থেকে সহজেই বোঝা যায়। কেউ এটা থেকে রক্ষা পান না।
বয়সের ছাপ কমাতে অনেকে নানা পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু এতে অনেক সময় হিতে বিপরীত হয়।
তবে আপনার ত্বক আরো উজ্জ্বল ও প্রাণদীপ্ত করতে বিশেষজ্ঞরা গোপন একটি রহস্যের কথা বলেছেন, যেটা জাপানি নারীরা করে থাকেন। আপনি হয়তো দেখবেন- বয়স বাড়লেও জাপানি নারীরা বুড়িয়ে যান না। তাদের চির তরুণীর মতো লাগে, টাইট ত্বকে ছড়িয়ে পড়ে সৌন্দর্যের আভা।
এ পদ্ধতি মানলে মাত্র এক সপ্তাহে আপনিও জাপানি নারীদের মতো হবেন প্রাণবন্ত এবং পেতে পারেন ‘চির যৌবন’। এ জন্য আপনাকে বেশি অর্থ বা উপাদান দরকার হবে না। চায় শুধু ভাত। আপনার ত্বক আরো উজ্জ্বল ও কুঁচকানো ভাব দূর করতে কাজে দেবে ভাত। আপনার ত্বককে সম্পূর্ণরূপে পরিষ্কার করবে এবং মুখে থাকা কালো দাগ দূর করে সতেজতা বাড়াবে ভাতের উপাদান। বিজ্ঞানীরা জানিয়েছেন, ভাতে প্রচুর পরিমাণ লাইনোলিক অ্যাসিড থাকে। এতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাউডারও বিদ্যমান। লাইনোলিক অ্যাসিড ত্বকের কোষে কোলাজেন উৎপাদন করে। এটা আপনার ত্বকে ভাঁজ পড়া ও কুঁচকে যাওয়া রোধ করে আপনাকে তরুণী করে তোলে। সপ্তাহে একবার করে মাখলে আপনার ১০ বছর বয়স কমবে!
যেভাবে উপাদানটি তৈরি করবেন?
তিন টেবিল চামচ ভাত মধ্যম গরমের এক কাপ পানির মধ্যে ঢালুন। দুই থেকে তিন মিনিট সেখানে রাখুন। এপর নাড়ুন। এর সঙ্গে এক টেবিল চামচ দুধ ও মধু যোগ করুন। এগুলো ভালো করে মেশান এবং মুখমণ্ডলে ওই উপাদান ভালো করে লাগিয়ে দিন। এটা না শুকানো পর্যন্ত ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে মুখমণ্ডল ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে একদিন ব্যবহার করুন দেখবেন- আপনি দিন দিন বুড়িয়ে যাওয়া নয়, আরো তরুণী হয়ে উঠছেন।

খবরের বাকি অংশ

বিগ ব্যাশে নিষিদ্ধ হচ্ছেন গেইল

শুধুমাত্র জরিমানা নয়৷ আরও বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন ক্রিস গেইল৷ ভবিষ্যতে বিগ ব্যাশে গেইলকে নিষিদ্ধ করার চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিগ ব্যাশ কর্তৃপক্ষ৷

বিগ ব্যাশে ১৫ বলে ৪১ রানের ইনিংস খেলার পর, অস্ট্রেলিয়ার চ্যানেল টেন টিভির মহিলা সম্প্রচারককে ড্রিঙ্কস অফার করেছিলেন৷ তারপর থেকেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন৷ ব্যাপারটি বাড়বাড়ি হয়েছে বুঝতে পেরে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন গেইল৷

তাঁর বক্তব্য ছিল, কাউকে আঘাত করা বা অসম্মান করার জন্য তিনি এই ধরনের মন্তব্য করেননি৷ এটা নিছকই মজা ছিল৷ যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়, গেইল কোনও নাইট ক্লাবে নয়, কথাগুলো বলেছিলেন ক্রিকেট মাঠে দাঁড়িয়ে৷ ওই ঘটনা ছাড়াও গেইলের বিরুদ্ধে উঠেছে আরও অনেক অভিযোগ৷ ফেয়ারফ্যাক্সে আগেরদিনই বেরিয়েছিল, গত বছর বিশ্বকাপের সময় নাকি ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিংরুমে এক মহিলার সামনে বিবস্ত্র হয়েছিলেন গেইল৷ 

যদিও গেইলের এজেণ্ট সাইমন অতেরি বললেন, ‘ক্রিস বিষয়টা অস্বীকার করেছেন৷ এমন কিছুই হয়নি৷ গেইল বলেছেন, একটা মজাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করা তিনি পছন্দ করছেন না৷’

বিগ ব্যাশে গেইলের দল মেলবোর্ন রেনেগেডস ৫ হাজার পাউন্ড জরিমানা করে দিয়েছে ইতিমধ্যেই৷ এখানেই শেষ নয়৷ অস্ট্রেলিয়ার এক বিখ্যাত সংবাদমাধ্যমে কলাম লেখেন গেইল৷ তারা ঠিক করেছে গেইলকে দিয়ে আর কোনও কলাম লেখানো হবে না৷  

ঢাকা টাইমস রিপোর্ট

খবরের বাকি অংশ

ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারের আদেশ

ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
অন্ধ্রপ্রদেশের জেলা অনন্তপুরের আদালত তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছেন।
২০১৩ সালের এপ্রিল মাসের একটি ম্যাগাজিন কাভারে বিষ্ণু রূপে দেখানো হয়েছিল ভারত অধিনায়ককে। যে ছবিতে বিষ্ণুর হাতে ছিল জুতো, মোবাইল, সফট ড্রিংকসহ নানান ব্র্যান্ডের পণ্য। তার পর থেকেই চলছে মামলার ধাক্কা। তবে ধোনি জানিয়েছিলেন এই কভার পেজের জন্য তিনি আলাদা করে কোনও ছবি তোলেননি ও কোনও টাকাও নেননি।
নতুন মামলার জেরে আগামী ২৫ ফেব্রুয়ারি অনন্তপুরের আদালতে ধোনিকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও কেউ না কেউ এই একই ইস্যুতে মামলা করেছেন একাধিকবার। কিন্তু প্রায় প্রত্যেক বারই দেশের বাইরে থাকার সুবাদে আদালতে হাজিরা দিতে হয়নি ধোনিকে। শ্যাম সুন্দরের উকিল জানিয়েছেন, আগেও ধোনিকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল কিন্তু তিনি যাননি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। তবে ধোনি আদালতে গিয়ে আত্মসমর্পন করবেন কি না সে বিষয়ে কিছু জানা যায়নি। -

সুত্রঃ যুগান্তর

খবরের বাকি অংশ

খালেদা বাংলাদেশের নাগরিক নন

ঢাবি : যিনি গণতন্ত্রের নামে মানুষকে পুড়িয়ে মারেন, শহীদদের সংখ্যা নিয়ে বির্তক তুলেন, রাজাকারদের ফাঁসির পর পাকিস্তানের মতো অভিন্ন সুরে কথা বলেন তিনি (খালেদা জিয়া) দেশের নাগরিকত্ব হারিয়েছেন। এমনটাই মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত তথ্য ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘শহীদদের সংখ্যা হলো আমাদের আবেগের প্রতীক, মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধার প্রতীক, দেশপ্রেমের প্রতীক। এই প্রতীককে আপনি (খালেদা জিয়া) প্রশ্নবিদ্ধ করতে পারেন না, তাহলে আপনার দেশপ্রেমও প্রশ্নবিদ্ধ হবে। আপনার কথার মাধ্যমে প্রমাণ করেছেন আপনি বাংলাদেশের নাগরিক নন।'
তিনি বলেন, ‘যারা এই দেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, জাতির পিতার অবদানের কথা স্বীকার করে না, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করে, তারা বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার পেতে পারে না।’ তিনি এসব বিষয় ছাত্রলীগকে যুক্তি দিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে আহমদ হোসেন বলেন, ‘বিএনপির সাথে কোনো আলোচনা নয়। যিনি রাজাকারদের সাথে ক্ষমতায় যান, তার সাথে প্রধানমন্ত্রী করমর্দন করে বৈঠকে বসবেন না।’
অনুষ্ঠান শেষে মন্ত্রী বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ছাত্রলীগের আন্দোলন সংগ্রাম এবং অবদান নিয়ে বিভিন্ন ধরনের আলোকচিত্র ঘুরে দেখেন।

খবরের বাকি অংশ

সবার আগে ঢাকা ছাড়ল মাশরাফি, সৌম্য

জিম্বাবুয়ে সিরিজের জন্য একটু আগেভাগেই খুলনায় পৌঁছতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু তাদেরও আগে ঢাকা ছাড়লেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সৌম্য সরকার। খুলনা নয়, তারা চলেছেন সাতক্ষীরার পথে। সৌম্যের বাড়িতে।
প্রথমবারের মতো, ক্যাপ্টেনকে নিয়ে নিজের বাড়িতে যাওয়া। উচ্ছ্বাসটাও তাই অনেক। যাচ্ছেন সি-প্লেনে চড়ে। সেটাও প্রথমবারই। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়েই জানা গেলো সব।

লিখেছেন, ‘সাতক্ষীরা যাচ্ছি। প্রথমবারের মতো সি-প্লেনে চড়ে।’ সঙ্গে মাশরাফিকে নিয়ে নিজের সেলফি। সেই সেলফিতে দেখা গেলো বাংলাদেশ নারী দলের সাবেক ও বর্তমান অধিনায়ক সালমা খাতুন ও জাহানারা আলমকেও।
জানিয়ে রাখা ভালো, শুধু সৌম্যই নন; মুস্তাফিজুর রহমান ও রবিউল ইসলামের বাড়িও সাতক্ষীরাতেই।
খুলনাতে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৫ ডিসেম্বর।
- প্রিয়.কম রিপোর্ট

খবরের বাকি অংশ

Thursday, January 7, 2016

ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্রে দর্শক তাকে দেখেছে লাস্যময়ী প্রেমিকা হিসেবে। এবার আবেদনময়ী এক চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ভিডিওসহ

জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘হিরো ৪২০’-এ নতুন চমক নিয়ে পর্দায় ধরা দিবেন ফারিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার ট্রেইলার।
যৌথ প্রযোজনার এই সিনেমায় তার সঙ্গে দেখা গেছে পশ্চিমবঙ্গের অভিনেতা ওম এবং রিয়া সেনকে। তবে আবেদনময়তার খেলায় নজর কেড়েছেন ফারিয়াই।
টিজার ইঙ্গিত দিচ্ছে, এবার ফারিয়াকে অনেকটা খোলামেলা রূপে দেখবে দর্শক। এমনকি এতে নায়ককে চুমু খেতেও দেখা যায় তাকে।
‘হিরো ৪২০’ পরিচালনা করেছেন সৈকত নাসির। সিনেমাটি মুক্তি পাবে ভালোবাসা দিবসে।

খবরের বাকি অংশ

দেখুন নায়িকাদের ম্যাকাপ করানোর নামে কেমন অশ্লীলতা করা হয় (ভিডিওতে দেখুন)

দেখুন নায়িকাদের ম্যাকাপ করানোর নামে কেমন অশ্লীলতা করা হয় (ভিডিও সহ)
দেখুন নায়িকাদের ম্যাকাপ করানোর নামে কেমন অশ্লীলতা করা হয় (ভিডিও সহ)
দেখুন নায়িকাদের ম্যাকাপ করানোর নামে কেমন অশ্লীলতা করা হয় (ভিডিও সহ)
দেখুন নায়িকাদের ম্যাকাপ করানোর নামে কেমন অশ্লীলতা করা হয় (ভিডিও সহ)
দেখুন নায়িকাদের ম্যাকাপ করানোর নামে কেমন অশ্লীলতা করা হয় (ভিডিও সহ)
দেখুন নায়িকাদের ম্যাকাপ করানোর নামে কেমন অশ্লীলতা করা হয় (ভিডিও সহ)
দেখুন নায়িকাদের ম্যাকাপ করানোর নামে কেমন অশ্লীলতা করা হয় (ভিডিও সহ)

খবরের বাকি অংশ

৫ নেতার ৩ খুনির মৃত্যুদণ্ড কার্যকর

যশোর : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদ সভাপতি কাজী আরেফ আহমেদ ও কুষ্টিয়া জেলা জাসদের ৪ নেতার তিন খুনির ফাঁসি কার্যকর করা হয়েছে। 
যশোর কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার রাত ১১টা ৩ মিনিটে  ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুর্শা গ্রামের উম্মত মণ্ডলের ছেলে আনোয়ার হোসেন এবং একই উপজেলার রাজনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাফায়েত হোসেন হাবিব। রাত পৌনে ১২টায় রাশেদুল ইসলাম ঝন্টুর ফাঁসি কার্যকর করা হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে একটি অ্যাম্বুলেন্সে করে খুনি রাশেদুল ইসলাম ঝন্টু ও আনোয়ারের পরিবার শেষ সাক্ষাৎ করতে তাদের স্বজনরা কারাগারে আসেন। ঝন্টুর সঙ্গে দেখা করেন তার ভাগ্নে খাইরুল ইসালাম, চাচাতো ভাই আবুল কাশেম। আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করেন তার ভাগ্নে সোহেল। বৃহস্পতিবার বিকেলে হাবিবের সঙ্গে কেউ দেখা করেননি। কিন্তু হাবিবের লাশ নিতে তার ভাই হাসিবুর রহমান আসবেন বলে কারাগার সূত্র নিশ্চিত করেছেন।
তাদের লাশ শুক্রবার সকাল সাতটায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে হস্তান্তর করা হবে বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
এদিকে, দেরিতে হলেও দোষীদের সাজা কার্যকর হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন জাসদের কেন্দ্রীয় সহসভাপতি ও যশোর জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম। কারাগারের নিরাপত্তার জন্য সন্ধ্যার পর থেকেই গোটা এলাকায় পুলিশ ও র্যােবের পাহারা বাড়ানো হয়। 

খবরের বাকি অংশ

জনপ্রিয় পোস্টসমূহ