ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
অন্ধ্রপ্রদেশের জেলা অনন্তপুরের আদালত তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছেন।
২০১৩ সালের এপ্রিল মাসের একটি ম্যাগাজিন কাভারে বিষ্ণু রূপে দেখানো হয়েছিল ভারত অধিনায়ককে। যে ছবিতে বিষ্ণুর হাতে ছিল জুতো, মোবাইল, সফট ড্রিংকসহ নানান ব্র্যান্ডের পণ্য। তার পর থেকেই চলছে মামলার ধাক্কা। তবে ধোনি জানিয়েছিলেন এই কভার পেজের জন্য তিনি আলাদা করে কোনও ছবি তোলেননি ও কোনও টাকাও নেননি।
নতুন মামলার জেরে আগামী ২৫ ফেব্রুয়ারি অনন্তপুরের আদালতে ধোনিকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও কেউ না কেউ এই একই ইস্যুতে মামলা করেছেন একাধিকবার। কিন্তু প্রায় প্রত্যেক বারই দেশের বাইরে থাকার সুবাদে আদালতে হাজিরা দিতে হয়নি ধোনিকে। শ্যাম সুন্দরের উকিল জানিয়েছেন, আগেও ধোনিকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল কিন্তু তিনি যাননি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। তবে ধোনি আদালতে গিয়ে আত্মসমর্পন করবেন কি না সে বিষয়ে কিছু জানা যায়নি। -
সুত্রঃ যুগান্তর
0 comments:
Post a Comment