শুধুমাত্র জরিমানা নয়৷ আরও বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন ক্রিস গেইল৷ ভবিষ্যতে বিগ ব্যাশে গেইলকে নিষিদ্ধ করার চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিগ ব্যাশ কর্তৃপক্ষ৷
বিগ ব্যাশে ১৫ বলে ৪১ রানের ইনিংস খেলার পর, অস্ট্রেলিয়ার চ্যানেল টেন টিভির মহিলা সম্প্রচারককে ড্রিঙ্কস অফার করেছিলেন৷ তারপর থেকেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন৷ ব্যাপারটি বাড়বাড়ি হয়েছে বুঝতে পেরে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন গেইল৷
তাঁর বক্তব্য ছিল, কাউকে আঘাত করা বা অসম্মান করার জন্য তিনি এই ধরনের মন্তব্য করেননি৷ এটা নিছকই মজা ছিল৷ যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়, গেইল কোনও নাইট ক্লাবে নয়, কথাগুলো বলেছিলেন ক্রিকেট মাঠে দাঁড়িয়ে৷ ওই ঘটনা ছাড়াও গেইলের বিরুদ্ধে উঠেছে আরও অনেক অভিযোগ৷ ফেয়ারফ্যাক্সে আগেরদিনই বেরিয়েছিল, গত বছর বিশ্বকাপের সময় নাকি ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিংরুমে এক মহিলার সামনে বিবস্ত্র হয়েছিলেন গেইল৷
যদিও গেইলের এজেণ্ট সাইমন অতেরি বললেন, ‘ক্রিস বিষয়টা অস্বীকার করেছেন৷ এমন কিছুই হয়নি৷ গেইল বলেছেন, একটা মজাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করা তিনি পছন্দ করছেন না৷’
বিগ ব্যাশে গেইলের দল মেলবোর্ন রেনেগেডস ৫ হাজার পাউন্ড জরিমানা করে দিয়েছে ইতিমধ্যেই৷ এখানেই শেষ নয়৷ অস্ট্রেলিয়ার এক বিখ্যাত সংবাদমাধ্যমে কলাম লেখেন গেইল৷ তারা ঠিক করেছে গেইলকে দিয়ে আর কোনও কলাম লেখানো হবে না৷
ঢাকা টাইমস রিপোর্ট
0 comments:
Post a Comment