আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলেছেন। তবে নিজের নামটা জাহির করা হয়নি। থেকে গেছেন আড়ালেই। এবারের বিপিএল শুরুর আগেও খুব বেশি আলোচনায় ছিলেন না। তবে তিক্ষè দৃষ্টির নিচেই ছিলেন। অবশ্য এবারের অভিজ্ঞতাটাও ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো হয়নি কাজী নুরুল হাসান সোহানের। তবে এ নিয়ে আফসোস করার আগেই সুখবর পেয়ে গেছেন ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণা করা দলে জায়গা মিলেছে সোহানের। বাবার স্বপ্ন পূরণ করতে পেরে দারুণ খুশি তরুণ এই ব্যাটসম্যান। আর দলে সুযোগ পাওয়ার কদিন পর আরো একটি সুখবর পেলেন তিনি। সাকিব আল হাসানের কাছ থেকে ব্যাট পাচ্ছেন সোহান। আমেরিকা থেকে ফিরে বৃহস্পতিবার সাকিব নিজেই এমন খবর শোনালেন সোহানকে।
আমেরিকা থেকে আগেরদিনই দেশে ফেরা সাকিব বৃহস্পতিবার ইনডোরে অনুশীলন করেছেন। যদিও এদিন অফিসিয়ালি বাংলাদেশ দলের কোনো অনুশীলন ছিল না। ইনডোর থেকে ড্রেসিং রুমে ফেরার পথে মিরপুরের মাঠে সোহানের সঙ্গে দেখা হয় সাকিবের। এ সময় উত্তরসূরিকে কাছে ডেকে কুশলাদি জিজ্ঞেস করেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এরপরই ব্যাট আনার খবরটা সোহানকে জানান সাকিব। সেটাও একটি-দুটি নয়, তিনটি। এ নিয়ে সোহানকে সাকিব বলেন, ‘তোমার জন্য তিনটি ব্যাট আনাচ্ছি। অর্ডার দিয়েছি। চলে আসবে।’ এসময় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও হাজির হয়ে যান সেখানে।
পরে দুই আইকনের মাঝে দাঁড়িয়ে আলোকচিত্রীদের ছবি তোলার আবদারও মেটাতে হয় সোহানকে। এবারের বিপিএলে সিলেট সুপার স্টার্সের হয়ে খেলা সোহান ১০ ম্যাচে ১৯.১৬ গড়ে করেছেন ১১৫ রান। সেরা ইনিংস অপরাজিত ৩৫ রান।
0 comments:
Post a Comment